Wed. Apr 9th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার২৪,মঙ্গলবার, ১২ জানুয়ারি  ২০২১ঃ করোনা ভাইরাস মোকাবেলায় মালয়েশিয়ার রাজা দেশব্যাপী জরুরি অবস্থা জারির ঘোষণা দিয়েছেন। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় দেশটির স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ার উপক্রম হওয়ার প্রেক্ষাপটে মঙ্গলবার এ জরুরি অবস্থা জারি করা হয়।

প্রাসাদের এক বিবৃতিতে বলা হয়েছে, সুলতান আবদুল্লাহ সুলতান আহমদ শাহ মতামত দেন যে দেশের অবস্থা সংকটপূর্ণ হওয়ায় জরুরি অবস্থা জারি প্রয়োজন।

এর আগে সোমবার দেশটির প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন রাজার সাথে সাক্ষাত করে জরুরি অবস্থা জারির অনুরোধ জানান। আগামী পহেলা আগস্ট পর্যন্ত এই জরুরি অবস্থা জারি থাকবে। তবে সংক্রমণ পরিস্থিতির উন্নতি হলে তা প্রত্যাহার করা হবে।

এদিকে এ ঘোষণার একদিন আগে মুহিউদ্দিন করোনা মোকাবেলায় কিছু কঠোর পদক্ষেপের ঘোষণা দেন। এসবের মধ্যে জনগণের ঘরে অবস্থান করা এবং জরুরি ছাড়া সকল কার্যক্রম বন্ধ রাখা অন্যতম। করোনা রোগীর চাপে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ার উপক্রম বলে তিনি সতর্ক করেন।