Wed. Apr 9th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার২৪,মঙ্গলবার, ১২ জানুয়ারি  ২০২১ঃ আবারও বিয়ে করলেন জনপ্রিয় সংগীত পরিচালক ও শিল্পী হাবিব ওয়াহিদ। বিয়ষটি তিনি নিজেই জানিয়েছেন। তার এ স্ত্রীর নাম আফসানা চৌধুরী শিফা।

বিয়ে প্রসঙ্গে হাবিব এক ফেসবুক পোস্টে জানান, প্রিয় অনুরাগীরা, আমি আমার ব্যক্তিগত জীবনে একটি খুব আকস্মিক খবর আপনাদের সাথে ভাগ করতে চাই। সম্প্রতি, আমি বিয়ে করেছি এবং আমার স্ত্রীর নাম আফসানা চৌধুরী (শিফা)। আপনারা সকলেই জানেন যে বিশ্বব্যাপী মহামারীর কারণে পুরো বিশ্ব বর্তমানে খুব খারাপ সময়ে কাটছে, এই কারণেই বিষয়টি সেভাবে কাউকে জানানো হয়নি। সবাই দোয়া করবেন।

এর আগে ২০০৩ সালে লুবায়না নামে এক মেয়েকে ভালোবেসে বিয়ে করেছিলেন হাবিব। কিন্তু এ সংসার বেশিদিন টেকেনি। এরপর ২০১১ সালের ১৩ অক্টোবর চট্টগ্রামের মেয়ে রেহান চৌধুরীকে বিয়ে করেন হাবিব ওয়াহিদ। তাদের বিয়ে হয়েছিল হাবিবের মা রোখসানা ওয়াহিদের পছন্দে। এরপর ২০১২ সালের ২৪ ডিসেম্বর ছেলের বাবা হন হাবিব। তাদের ছেলের নাম আলিম। কিন্তু সেই সম্পর্ক ভেঙে যায় ২০১৭ সালের ১৯ জানুয়ারি।