Sun. Oct 26th, 2025
Advertisements

খােলাবাজার২৪,শনিবার, ১৬ জানুয়ারি ২০২১ঃ সাউথইস্ট ব্যাংক লিমিটেড, ঢাকা ওয়াসার বিল সংগ্রহে ২০১৯-২০২০ অর্থ বছরের জন্য ৩৪টি ব্যাংক ও ৩ টি মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসেস-এর (এমএফএস) মধ্যে “তৃতীয় স্থান” অর্জন করেছে। গত ১৬ জানুয়ারি ২০২১ তারিখে ঢাকা ওয়াসা ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এই পুরস্কার প্রদান করা হয়।

সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. কামাল হোসেন অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী মো. তাজুল ইসলাম, এমপি এর নিকট থেকে পুরস্কারের সনদ ও ক্রেস্ট গ্রহন করেন। এই সময় ঢাকা ওয়াসার চেয়ারম্যান প্রকৌশলী গোলাম মোস্তফা ও ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম এ খান উপস্থিত ছিলেন।