Mon. Apr 7th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

 

খােলাবাজার২৪, সোমবার  ১৮ জানুয়ারি ২০২১ঃ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় কাস্টমস বিভাগের সাবেক প্রিভেন্টিভ অফিসার এ কে এম মাহবুব মিয়া ওরফে হুমায়ুনকে তিন বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার ঢাকার ৯ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক শেখ হাফিজুর রহমান এই রায় ঘোষণা করেন।
রায়ে বিচারক আসামি মাহবুব মিয়াকে দুদক আইনের ২৭ (১) ধারায় তিন বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১৯ লাখ ৮৭ হাজার ৭২৯ টাকা অর্থদণ্ড করেছেন। এ ছাড়া দুদক আইনের ২৬ (২) ধারায় এক লাখ টাকা জরিমানা এবং তা অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ড দিয়েছেন।

২০১৭ সালের ২১ নভেম্বর দুদকের সহকারী পরিচালক মো. মনিরুজ্জামান বাদী হয়ে আসামি মাহবুব মিয়ার বিরুদ্ধে মামলাটি করেন। মামলার পরে আসামির বিরুদ্ধে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র দাখিল করে দুদক। এরপরে মামলাটি বিশেষ জজ ৯ নম্বর আদালতে বদলি হয়ে আসে।

মামলার বিবরণে বলা হয়, আসামি এ কে এম মাহবুব মিয়া তাঁর বৈধ আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের বিবরণী দাখিল করেন। তিনি সম্পদ বিবরণীতে ৩৪ লাখ ৮৭ হাজার ৭২৯ টাকা মূল্যের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদ গোপন করেন।