Fri. Oct 17th, 2025
Advertisements

খােলাবাজার২৪, শনিবার ৩০ জানুয়ারি ২০২১ঃ জাপানের পুলিশ একটি ফ্ল্যাটবাড়ির ফ্রিজের ভেতর এক মৃত নারীর লাশ উদ্ধার করেছে। এই ঘটনায় মৃতের কন্যাকে গ্রেফতার করা হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমে এ খবর প্রকাশ পেয়েছে।

শুক্রবার (২৯ জানুয়ারি) রাজধানী টোকিওর কাছে চিবা শহরের এক হোটেল থেকে মৃতের কন্যা ৪৮ বছর বয়স্ক ইউমি ইওশিমোকে গ্রেফতার করেছে পুলিশ।

আটক নারী ইউমি ইওশিমো বলেছেন, দশ বছর আগে তার মা মারা গেলে মায়ের মৃতদেহ তিনি লুকিয়ে রাখেন। কারণ টোকিওতে যে ফ্ল্যাটে মা-মেয়ে একসাথে থাকতেন ‘তিনি সেই ফ্ল্যাটটি ছাড়তে চাননি।’

পুলিশ জানিয়েছে, মৃত নারীর শরীরের কোন আঘাতের চিহ্ন নেই। কিন্তু ওই নারী কখন এবং কীভাবে মারা গেছেন এখনও সেটা বের করতে পারেনি কর্তৃপক্ষ।

মিস ইওশিমোর বাসাভাড়ার অর্থ বকেয়া থাকায় তাকে ওই ফ্ল্যাটবাড়ি ছাড়তে বাধ্য করা হয়। এরপর ওই বাসা পরিষ্কার করার জন্য যে পরিচ্ছন্নকর্মীকে পাঠানো হয়েছিল, সেই ফ্রিজারের ভেতর ওই লাশ খুঁজে পান।

জাপান পুলিশ জানিয়েছে, ওই মহিলার মৃতদেহ বেঁকিয়ে ফ্রিজারে ঢোকানো হয়েছিল।