খােলাবাজার২৪, মঙ্গলবার,১৬ ফেব্রুয়ারি ২০২১ঃ চায়না-পাকিস্তান ইকোনমিক করিডোর (সিপিইসি) প্রকল্পের সিনেট স্পেশাল কমিটিকে জানানো হয়েছে, ২০১৭ সাল থেকে ওই মেগা ইনিশিয়েটিভের কোনো অবকাঠামো প্রকল্পের অর্থায়ন করেনি বেইজিং।
কমিটির সদস্য সিনেটর কবির আহমদ শাহি বলেন, ‘সিপিইসি শুধু কাগজে আছে। গত চার বছর ধরে আমি বলছি যে, আমরা ইরান থেকে বিদ্যুৎ নিচ্ছি এবং ৩০০ মেগাওয়াটের একটি প্রকল্প শুরু হওয়ার কথা।
তিনি বলেন, ‘একটি তাঁবুর সামনে একজন মাত্র প্রহরী দিয়ে প্রকল্পটা শুরু করে দেওয়া হয়েছে। নিউ গোদর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের চারপাশের বেড়ার বেহাল দশা ছিল। ’
তবে সিনেটর জোর দিয়ে বলেন, ‘সিপিইসি আমাকে ভবিষ্যৎ। এটি দেরিতে হলেও হবে। এই মেগা প্রকল্প নিয়ে হতাশ হওয়ার কিছু নেই।