খােলাবাজার২৪,শনিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২১ঃ ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড-২০২০ পেলেন দেশীয় মাল্টিন্যাশনাল ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটনের পরিচালক সাবিহা জারিন অরণা। তিনি দেশের সর্ববৃহৎ ইলেকট্রনিক্স পণ্যের ই-কর্মার্স সাইট ও ডেলিভারি সার্ভিস নেটওয়ার্ক ওয়ালকার্ট ডট কম এর ব্যবস্থাপনা পরিচালকও।
শুক্রবার (২৬ ফেব্রুয়ারি, ২০২১) রাজধানীর চ্যানেল আই কার্যালয়ে এক জমকালো অনুষ্ঠানে ডিজিটাল বিজনেস ট্রান্সফরমেশন পারসোনালিটি অরণা’কে এই অ্যাওয়ার্ড দেয়া হয়। তার হাতে ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড তুলে দেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রেলমন্ত্রী নুরুল ইসলাম, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ হুমায়ুন কবির প্রমুখ।
সাবিহা জারিন অরণা বলেন, ‘ডিজিটাল কেনাকাটায় ক্রেতাদের আরও সহজে সেবা পৌঁছে দিতে প্রতিষ্ঠা করেছি ওয়ালটকার্ট। ভবিষ্যতে অনলাইন ক্রেতাদের জন্য আরও ভালো ব্যতিক্রমী সেবা নিয়ে আসার লক্ষ্য রয়েছে। ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড প্রাপ্তি এই লক্ষ্য অর্জনে আরো উৎসাহ যোগাবে। এমন উদ্যোগের জন্য চ্যানেল আই’কে ধন্যবাদ।’
উল্লেখ্য, বাংলাদেশে ইলেকট্রনিক্স পণ্যের সর্ববৃহৎ ই-কমার্স সাইট হচ্ছে ওয়ালটকার্ট ডট কম। এটি দেশের ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটনের একটি অঙ্গ প্রতিষ্ঠান। এর যাত্রা শুরু হয়েছে ২০২০ সালে। এরইমধ্যে অনলাইনে ইলেকট্রনিক্স কেনাকাটায় ক্রেতাদের দ্রুত ও সঠিক সময়ে পণ্য পৌঁছে দিতে প্রতিষ্ঠানটি বৃহৎ ডেলিভারি সার্ভিস নেটওয়ার্ক গড়ে তুলেছে।