Tue. Oct 14th, 2025
Advertisements

খােলাবাজার২৪,রবিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২১ঃ রূপালী ব্যাংক লিমিটেড চট্টগ্রাম বিভাগীয় ‘বার্ষিক ব্যবসায়িক পর্যালোচনা সভা ২০২১’ (২৭.০২.২০২১) ও.আর.নিজাম রোডস্থ রূপালী ব্যাংক টাওয়ারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম বিভাগীয় মহাব্যবস্থাপক কাজী মোঃ ওয়াহীদুল ইসলাম এর সভাপতিত্বে অনলাইনে সংযুক্ত হয়ে সম্মেলন উদ্বোধন করেন রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক খন্দকার আতাউর রহমান, বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক মোঃ আবুল খায়ের। প্রধান আলোচক উপ-ব্যবস্থাপনা পরিচালক খন্দকার আতাউর রহমান শাখা ব্যবস্থাপকবৃন্দের সাথে আলোচনায় ২০২১ সালের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনের গৃহীত কর্মপরিকল্পনা, বাস্তবায়ন পদ্ধতি, শাখা পর্যায়ে শ্রেনীবিন্যাসিত ও অবলোপনকৃত ঋণ আদায়ে সর্বোচ্চ অগ্রাধিকার ও গুরুত্বারোপ, লোকসানি শাখাকে লাভজনক শাখায় উন্নীতকরন, সুদবিহীন ও স্বল্প সুদবাহী আমানত বৃদ্ধি, এসএমই ট্রেড্রিং, দুগ্ধ উৎপাদন এবং কৃষি খাতে ঋণ প্রবাহ ও বৈদেশিক বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে দিক নির্দেশনা প্রদান করেন।