খােলাবাজার২৪,রবিবার, ০৭ র্মাচ ২০২১ঃ অদ্য ০৭-০৩-২০২১ ইং তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় নভেল করোনাভাইরাস (COVID-19) এর প্রার্দুভাবে ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসায়ীদের মধ্যে সহজে আর্থিক প্রণোদনা ঋণ (CMSME) বিতরণে অগ্রণী ব্যাংক লিমিটেড এর নিউমার্কেট শাখার পক্ষ থেকে নিন্মুক্ত ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠানকে স্বচ্ছ্ব ঋণ বিতরণ কর্মসূচীতে ঋণ বিতরণ করা হয়। ল্যান্ডমার্ক, স্মার্ট জোন, রাইমেন্ট ফ্যাশন হাউজ, হৃদয় ফ্যাশন, ঝুমা এন্টার প্রাইজ, মায়ের দোয়া গার্মেন্টস, বিসমিল্লাহ এম এন এসইন্টার ন্যাশনাল ট্রেড, ওরিয়ন টেকনোলজি, গাজী ট্রেডিং কর্পোরেশন, জুম প্রিন্টিং প্রেস, মেসার্স নেহার ফার্মেসী, সেলিম এন্টারপ্রাইজ, পিওর ওড়না হাউজ, জুই ফ্যাশন, ধানমন্ডি ফ্যাশন, মাসুদ সুজ, ক্যাফেচাদঁ, বেবি ফ্যাশন, ফারুক মেডিকেলবুক সেন্টার, ক্ল্যাসিক ফ্যাশন এন্ড ফেব্রিক্স, জারিফ ট্রেডিং, আব তাহি ট্রেডিং।
উক্ত ঋণ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহম্মদ শামস্-উল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা সার্কেল-১ এর মহাব্যবস্থাপক মোঃ আনোয়ারুল ইসলাম, মহাব্যবস্থাপক (সিএফও) মোঃ মনোয়ার হোসেন (এফসিএ), ক্রেডিটের মহাব্যবস্থাপক ড. মোঃ আবদুল্লাহ আল মামুন এবং আঞ্চলিক কার্যালয়, ঢাকা পশ্চিম অঞ্চলের উপ মহাব্যবস্থাপক দেওয়ান মোহাম্মদ সাদেক। সভায় সভাপতিত্ব করেন নিউ মার্কেট শাখা, ঢাকা এর ব্যবস্থাপক সিফাত মঞ্জুর। ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহম্মদ শামস্-উল ইসলাম এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার জন্য নির্দেশনা প্রদান করেন।