খােলাবাজার২৪, রবিবার, ০৭ র্মাচ ২০২১ঃ কোভিড-১৯ পরিস্থিতিতে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে এবং আবশ্যিক ভাবে মাস্ক পরিধানপূর্বক ঐতিহাসিক ৭ই মার্চ জাতীয় দিবস ২০২১ উদ্যাপন উপলক্ষ্যে সকাল ১১:৩০ ঘটিকায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পক্ষ থেকে আলোচনা সভা, বঙ্গবন্ধু কর্ণার পরিদর্শন, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের ডিসপ্লে বোর্ড উন্মোচন, ৭ই মার্চের ভাষণ সংবলিত পুস্তিকার মোড়ক উন্মোচন ও দোয়া অনুষ্ঠান আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব জাহিদ মালেক, এমপি, মাননীয় মন্ত্রী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আলী নূর, সচিব, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। মুখ্য আলোচক হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব অধ্যাপক কনক কান্তি বড়–য়া, উপাচার্য, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়।অনুষ্ঠানে অতিঃসচিব ও পরিচালক (প্রশাসন) জনাব মোঃ হেমায়েৎ হুসেন অতিথিদের স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন। এছাড়াও উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নিপোর্ট এর মহাপরিচালক জনাব মোঃ শাহজাহান এবং স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর এর মহাপরিচালক অধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত হোসেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের বিভিন্ন ইউনিটের পরিচালক, উপ পরিচালকসহ কর্মকর্তাবৃন্দ এবং আমন্ত্রিত অন্যান্য সম্মানিত অতিথিবৃন্দ।পরিবার পরিকল্পনা অধিদপ্তর, বিভাগীয় পরিবার পরিকল্পনা কার্যালয় এবং জেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উক্ত অনুষ্ঠানে ভার্চূয়ালী সংযুক্ত ছিলেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব সাহান আরা বানু, এনডিসি, মহাপরিচালক (গ্রেড-১), পরিবার পরিকল্পনা অধিদপ্তর।ঐতিহাসিক ৭ই মার্চ, জাতীয় দিবস-২০২১ উপলক্ষ্যে পরিবারকল্যাণ পরিদর্শিকা প্রশিক্ষণ প্রতিষ্ঠান, আজিমপুর ঢাকায় প্রশিক্ষণরত পরিবার কল্যাণ পরিদর্শিকাদের উপস্থিত বক্তৃতায় বিজয়ীদের মাঝে মাননীয় মন্ত্রী পুরস্কার বিতরণ করেন।