Sun. Apr 6th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার২৪, সোমবার, ০৮ র্মাচ ২০২১ঃ যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস পালন করেছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)।

আজ দুপুরে বিসিক সম্মেলন কক্ষে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিক চেয়ারম্যান জনাব মোঃ মোশতাক হাসান, এনডিসি।

বিসিক প্রধান কার্যালয়, আঞ্চলিক কার্যালয় (ঢাকা), জেলা কার্যালয় (ঢাকা)-র বিভিন্ন শাখা ও বিভাগে কর্মরত প্রায় ৭৭ জন নারী সহকর্মী এসময় উপস্থিত ছিলেন।

বিসিক চেয়ারম্যান পুরুষ সহকর্মীর পাশাপাশি নারী সহকর্মীদের অবদান তুলে ধরে বলেন, বিসিকে কর্মরত নারী সহকর্মীগণ তাঁদের দায়িত্ব-কর্তব্য দক্ষতার সাথে পালন করে আসছেন।

বিসিক নকশাকেন্দ্রর প্রধান নকশাবিদ জেসমিন নাহার, এমআইএস বিভাগের উপমহাব্যবস্থাপক গুলশান আরা বেগম, শিল্পনগরী শাখার উপমহাব্যবস্থাপক প্রকৌশলী নাসরিন রহিম, উপ-নিয়ন্ত্রক ( প্রকল্প ) অচেনা চাকমা, উপসচিব(বোর্ড) স্নিদ্ধা রায়, প্রশিক্ষণ শাখার ব্যবস্থাপক লায়লা জেসমিন, প্রকল্প বিভাগের ব্যবস্থাপক দিলরুবা সরকারসহ বিসিক প্রধান কার্যালয়, আঞ্চলিক কার্যালয় (ঢাকা), জেলা কার্যালয় (ঢাকা)-য় বিভিন্ন শাখা ও বিভাগে কর্মরত প্রায় ৭৭ জন নারী সহকর্মী এসময় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে নারী সহকর্মীদের ফুল দিয়ে অভিনন্দন জানান বিসিক চেয়ারম্যান মহোদয়।