খােলাবাজার২৪, সোমবার, ০৮ র্মাচ ২০২১ঃ চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় নেছার আহমদ তোতা নামের এক প্রবাসীকে অপহরণের পর হত্যার দায়ে নয়জনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সেইসঙ্গে প্রত্যেক আসামিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ সোমবার বিকেলে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক বেগম ফারজানা আকতার এ আদেশ দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন লেডা নাছির, বাবুল, শাহীন, নুরুল ইসলাম, যোবায়ের, দিদার, আবু বক্কর, জংগু ও ইসমাইল। তবে শাহিন ছাড়া অন্য আট আসামি পলাতক রয়েছেন। এর মধ্যে কপাল কাটা নাছির মামলা চলাকালীন মারা যান।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. নাছির উদ্দিন জানান, ২০০৩ সালের ১ জানুয়ারি ফটিকছড়ির রাঙামাটিয়া এলাকার বাড়ি থেকে অপহরণ করা হয় প্রবাসী নেছার আহমদ তোতাকে। এর পরের দিন পাশের একটি বিলে গলাকাটা লাশ পাওয়া যায়। এ ঘটনায় নিহত প্রবাসীর স্ত্রী খোরশেদা আক্তার ১০ জনকে আসামি করে মামলা করেন। মামলায় অন্যতম আসামি দিদার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দীতে সব ঘটনা স্বীকার করেন।
দণ্ডপ্রাপ্ত শাহিনের আইনজীবী তরুণ কিশোর দেব মামলার বরাত দিয়ে জানান, তাঁর মক্কেল দীর্ঘ দিন ধরে কারাগারে। তিনি ঘটনার সময় ছিলেন না। আদালতের দেওয়া রায়ে তিনি ক্ষুব্ধ। উচ্চ আদালতে তিনি আপিল করবেন।