খােলাবাজার২৪, মঙ্গলবার, ০৯ র্মাচ ২০২১ঃ যমুনা ব্যাংক ফাউন্ডেশন এর উদ্যোগে লক্ষীপুর সদরের পশ্চিম নন্দনপুর উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে চক্ষু, গাইনী (মহিলা ডাক্তার), ডায়াবেটিস ও সাধারণ চিকিৎসা সেবার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয়ের সেতু বিভাগের সচিব মোহাম্মদ বেলায়েত হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যমুনা ব্যাংক ফাউন্ডেশন এর চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদ, বিআরটিএ এর প্রাক্তন চেয়ারম্যান ও পিআরএল এর অতিরিক্ত সচিব ড. মোঃ কামরুল আহসান, লক্ষীপুর জেলা প্রশাসক মোঃ আনোয়ার হোছাইন আকন্দ, জেলা পুলিশ সুপার ড. এ. এইচ. এম. কামরুজ্জামান, সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুল গফ্ফার। এছাড়া আরও উপস্থিত ছিলেন ব্যাংকের প্রধান কার্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, আশপাশের শাখাসমূহের কর্মকর্তা ও কর্মচারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ। অনুষ্ঠানে প্রায় ২৯৮৭ জন রোগীর চিকিৎসা সহ বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয় এবং ২৩০জন চোখের রোগীকে বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য বাছাই করা হয়।