Sat. Apr 5th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার২৪, মঙ্গলবার, ০৯ র্মাচ ২০২১ঃ মিষ্টি হাসির অভিনেত্রী রোজী আফসারী। দীর্ঘ ক্যারিয়ারে ৩৫০টির বেশি সিনেমায় অভিনয় করেছেন। শুরুটা ১৯৬৪ সালে ‘এইতো জীবন’ সিনেমার মাধ্যমে। পার্শ্ব অভিনেত্রী বিভাগে দেশের প্রথম নারী হিসেবে অর্জন করেছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। আজ এই অভিনেত্রী চলে যাওয়ার ১৪ বছর।

২০০৭ সালের আজকের দিনে কিডনিজনিত রোগে আক্রান্ত হয়ে ৫৭ বছর বয়সে রোজী মৃত্যুবরণ করেন। এমন দিনে তাঁকে স্মরণ করেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নির্মাতা ও তাঁর স্বামী মালেক আফসারী।

রোজী আফসারীর শেষ স্মৃতির আলাপচারিতায় মালেক আফসারী জানিয়েছেন, ‘চকলেট রোজীর খুব প্রিয় ছিল। মৃত্যুর কিছুক্ষণ আগেও চকলেট খাওয়ার বায়না ধরেছিল রোজী। তখন কয়টা বাজে সাড়ে ৩টার মতো হবে। বুলুকে (রোজীর পার্সোনাল আয়া) দিয়ে বারডেম হাসপাতালের নিচ থেকে দুই টাকার চকলেট আনালাম। কামড়ে এক টুকরা তাঁর গালে দিয়েছিলাম। আর ১৫ মিনিট পর রোজী মারা গেল…।’

রোজী যখন তারকা, মালেক আফসারী তখন প্রধান সহকারী পরিচালক ছিলেন। ১৯৮০ সালে ‘বিনি সুতোর মালা’ সিনেমায় কাজ করার মাধ্যমে তাঁদের পরিচয় হয়। এরপর পাঁচ বছর প্রেম করে ১৯৮৫ সালে মালেক আফসারীকে দ্বিতীয় বিয়ে করেন রোজী।

রোজীর আসল নাম শামীমা আক্তার রোজী। সিনেমার পর্দায় তিনি রোজী সামাদ ও রোজী আফসারী নামে পরিচিত ছিলেন। এই অভিনেত্রীর উল্লেখযোগ্য সিনেমার তালিকায় আছে জীবন থেকে নেয়া (১৯৭০), তিতাস একটি নদীর নাম (১৯৭৩), সূর্য সংগ্রাম (১৯৭৪), সূর্য গ্রহণ (১৯৭৬), অশিক্ষিত (১৯৭৮), গোলাপী এখন ট্রেনে (১৯৭৮) ও এই ঘর এই সংসার (১৯৯৬)।

১৯৮৬ সালে ‘আশা নিরাশা’ সিনেমার মাধ্যমে পরিচালক হিসেবেও নাম লেখান রোজী। ২০০৫ সালে তাঁর সর্বশেষ চলচ্চিত্র মুক্তি পায়।