Wed. Aug 27th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার২৪, বুধবার, ১০ র্মাচ ২০২১ঃ সিনিয়র সচিব মোঃ আসাদুল ইসলাম হতে ক্রেস্ট গ্রহণ করছেন বিএইচবিএফসি’র ব্যবস্থাপনা পরিচালক মোঃ আফজাল করিম

অর্থ মন্ত্রণালয়, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আওতাধীন (ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান) দপ্তর/সংস্থার ২০১৯-২০২০ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) এর বার্ষিক পরিবীক্ষণ ও মূল্যায়নে অতি উত্তম ক্যাটাগরীতে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন (বিএইচবিএফসি) “প্রথম স্থান” অর্জন করে। ৯ মার্চ ২০২১ তারিখ অর্থ মন্ত্রণালয়, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মোঃ আসাদুল ইসলাম এর সভাপতিত্বে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) টিম এর মাসিক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বিএইচবিএফসি তার নিজ ক্যাটাগরী-নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানসমূহের মধ্যে ১ম স্থান অর্জনসহ সার্বিকভাবে বানিজ্যিক ব্যাংক, বিশেষায়িত ব্যাংক ও নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১ম স্থান অর্জন করায় সিনিয়র সচিব মহোদয় বিএইচবিএফসি-কে অভিনন্দন এবং ক্রেস্ট ও সম্মাননা সনদ প্রদান করেন। বিএইচবিএফসি’র পক্ষে ক্রেস্ট ও সম্মাননা সনদ গ্রহণ করেন ব্যবস্থাপনা পরিচালক মোঃ আফজাল করিম।