Sun. Apr 6th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার২৪, শুক্রবার, ১২ র্মাচ ২০২১ঃ পিরোজপুর জেলা প্রতিনিধিঃ ইউনিয়ন পরিষদের নির্বাচনে দেশের ২০ জেলার ৬৩ উপজেলার ৩২৩টি ইউনিয়ন পরিষদে (ইউপি) আগামী ১১ এপ্রিল ভোটগ্রহণের দিন নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচনে পিরোজপুর সদর উপজেলার ২নং কদমতলা ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান ইউপি চেয়ারম্যান মোঃ হানিফ খান বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্রের অনুচ্ছেদ ২৮(৩)(ঙ) অনুযায়ী আওয়ামী লীগের হয়ে ২নং কদমতলা ইউনিয়ন পরিষদের নৌকার প্রতীক এর অন্যতম দাবিদার।

তিনি খোলাবাজার২৪ অনলাইন নিউজকে বলেন, আমি বাংলাদেশ আওয়ামী লীগের পিরোজপুর সদর উপজেলার ২নং কদমতলা ইউনিয়নের সাধারণ সম্পাদক হিসেবে দলের প্রতিটি প্রোগ্রামে জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি এ কে এম এ আউয়াল এর নির্দেশে আমার ইউনিয়নের সকল পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে উপস্থিত থেকে প্রতিটি প্রোগ্রাম সফল করার চেস্টা করেছি তাই আমি মনে করি আমার দল বাংলাদেশ আওয়ামী লীগ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২নং কদমতলা ইউনিয়নে আওয়ামী লীগের গঠনতন্ত্রের অনুচ্ছেদ ২৮(৩)(ঙ) অনুযায়ী নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে আমাকেই মনোনীত করবেন।

তিনি আরও বলেন, আমি এবার নির্বাচিত হলে আমার ইউনিয়নের যে সকল রাস্তা, ব্রিজ,কালভার্টের কাজ অসমাপ্ত আছে তা শেষ করব এবং আমার ইউনিয়ন থেকে সকল প্রকার মাদক বন্ধ করার সর্বত চেষ্টা করবো। আমার ইউনিয়নকে আমি সারা বাংলাদেশের মধ্যে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার চেষ্টা করব। আমি আশা করি আমার ইউনিয়নের সম্মানিত ভোটাররা অতীতের নেয় আমাকে আবারও বিপুল ভোটে বিজয়ী করবেন।

প্রথম ধাপে পিরোজপুর জেলায় নির্বাচন হবে, কদমতলা, কলাখালী, টোনা, শারিকতলা ইউনিয়ন। মঠবাড়িয়া উপজেলার তুষখালী, মিরুখালী, বেতমোর রাজপাড়া, আমড়াগাছিয়া, সাপলেজা ও হলতাগুলিশাখালী ইউনিয়ন। নেছারাবাদ উপজেলার আটঘর কুড়িয়ানা, বলদিয়া, গুয়ারেখা, দৈহারী, সোহাগদল, সারেংকাঠী, সুটিয়াকাঠী ও স্বরূপকাঠী ইউনিয়ন। কাউখালী উপজেলার আমড়াজুড়ি ও কাউখালী সদর ইউনিয়ন। নাজিরপুর উপজেলার মাটিভাংগা, মালিখালী, নাজিরপুর ও সেখমাটিয়া ইউনিয়ন।