খােলাবাজার২৪, শনিবার, ১৩ র্মাচ ২০২১ঃ পিরোজপুর উপজেলা প্রতিনিধিঃ আসন্য ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে জমে উঠেছে পিরোজপুর সদর উপজেলার ২ নং কদমতলা ইউনিয়নে নির্বাচন। গতকাল শুক্রবার নির্বাচনের প্রচারনার কাজ শেষে রাত আনুমানিক ৮.৩০টার দিকে ২ নং কদমতলা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মো: হানিফ খান কদমতলা ইউনিয়নের নতুন হাটখোলা বাজারের কাছাকাছি পৌছলে তার নির্বাচনী গাড়ি বহরে ২০/২৫ জন সন্ত্রাসী বাহিনী পিছন থেকে হানিফ খানের নির্বাচনী গাড়ি বহরের উপরে অতর্কিত হামলা চালায়।
হামলায় তিনজন আহত হয়েছে, আহতরা হল মো: বাবু ফকির, মিরাজ হাওলাদার, রানা। সন্ত্রাসীরা গাড়ি বহরে হামলা চালিয়ে প্রায় ১৩টি মটর বাইক ভাংচুর করে দ্রুত স্থান থেকে চলে যায়।হামলায় আহতদের হাসপাতালে নিলে তাদের প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়। এবিষয়ে এখনও কোন মামলা হয়নি।
এবিষয়ে ২ নং কদমতলা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মো: হানিফ খান এর কাছে জানতে চাইলে তিনি খোলাবাজার২৪ নিউজকে বলেন, আমি নির্বাচনী প্রচার শেষে বাসায় ফিরছিলাম হঠাৎ করে আমার গাড়ি বহরের পিছনে থাকা গাড়ির উপরে আমার নির্বাচনের প্রতিপক্ষ সিহাব শেখের নেতৃত্বে ২০/২৫ জন সন্ত্রাসী বাহিনী অতর্কিত হামলা চালায় এতে আমার গাড়ি বহরের ১৩টি মটর বাইক মারাত্মক ক্ষতিগ্রস্থ হয় এবং তিন জন আহত হয়।