Mon. Apr 7th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার২৪, রবিবার, ২১র্মাচ ২০২১ঃ তৈরি পোশাক শিল্প খাতে কর্মরত শ্রমিক সহদেশেরস্বল্প আয়েরমানুষদেরমাঝে ডিজিটালঋণ সুবিধা প্রদান করার লক্ষ্যে দেশের অন্যতম শীর্ষস্থানীয় ব্যাংক প্রাইম ব্যাংক লিমিটেড এবংসুইচকন্ট্যাক্ট বাংলাদেশ একটি পার্টনারশিপ চুক্তি স্বাক্ষর করেছে। এই উদ্যোগ ব্যাংকের ডিজিটাল ট্রান্সফরমেশনেরচলমান প্রক্রিয়াকে আরও একধাপ এগিয়ে দিয়েছে।

মেটলাইফ ফাউন্ডেশন ও সুইচকন্ট্যাক্ট‘সারথী-আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে উন্নতি’ প্রকল্পটি অর্থায়ন করেছে। এর আওতায় তৈরি পোশাক শিল্প খাতে কর্মরত শ্রমিক ও আবাসিক কম্যুনিটির সদস্যদের মূলধারার বাণ্যিজিক ব্যাংকিং সেবার আওতায় নিয়ে আসা এবং তাদের ব্যাংক একাউন্ট খোলা ও লেনদেন করার সুবিধা দেয়ার পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

প্রাইম ব্যাংক ও সুইচকন্ট্যাক্ট বাংলাদেশএর এই পার্টনারশিপের উদ্দেশ্য হচ্ছে যৌথভাবেদেশের স্বল্প আয়ের মানুষদের জন্য ডিজিটাল ঋণ প্রদান পরিষেবারপ্ল্যাটফর্ম তৈরি করা। এক্ষেত্রে প্রাইম ব্যাংক এর ঋণ প্রোডাক্টসমূহ ও নি¤œ আয়ের মানুষদের জন্য সারথীর আর্থিক অন্তর্ভুক্তি ও আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতা সৃষ্টির অভিজ্ঞতা ও দক্ষতা কাজে লাগানো হবে। উভয় প্রতিষ্ঠানই পারস্পরিক সুবিধা ওসহযোগিতা প্রদানের ক্ষেত্রে একসাথে কাজ করতে সম্মত হয়েছে।

এই চুক্তি স্বাক্ষর সম্পর্কে ‘সারথী এর টিম লিডার সৈয়দা ইসরাত ফাতেমা বলেন, “ডিজিটাল ঋণ প্রদান উদ্যোগে প্রাইম ব্যাংক এর সাথে থাকতে পেরেসুইচকন্ট্যাক্টআনন্দিত। ডিজিটাল ফাইন্যান্সিয়াল ট্রানজেকশনে নি¤œ আয়ের মানুষদের কম অংশগ্রহণের কারণে বাণ্যিজিক বাংকগুলোর জন্য এই জনগোষ্ঠীর জন্য ঋণ প্রোডাক্ট চালু করা সবসময়ই চ্যালেঞ্জিং ছিল। প্রাইম ব্যাংক কে ধন্যবাদ এ ধরনের একটি প্রোডাক্ট চালু করার জন্য, যা ব্যাপক পরিকল্পনা করে ডিজাইন করা হয়েছে এবং তৈরি পোশাক খাতের নি¤œ আয়ের মানুষদের জন্য যথাযথ ও তাদেরসাধ্যের মধ্যে আছে। বাংলাদেশের ডিজিটাল ঋণ প্রদান খাতে এই নতুন ডিজিটাল সুবিধাটি বড় ধরনের প্রভাব ফেলবে ও পরিবর্তন আনবে।”

 

 

 

এই পার্টনারশিপ সম্পর্কে, প্রাইম ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালকও চিফ বিজনেস অফিসার, এএনএম মাহফুজবলেন, “এইউদ্ভাবনী প্রযুক্তি সমৃদ্ধ প্রকল্পেবাংলাদেশের অন্যতম উন্নয়ন অংশীদার সুইচকন্ট্যাক্টএর সাথে পার্টনারশিপ করতে পেরে আমরা খুবই আনন্দিত। এর ফলে ব্যাংকিং খাতের বাইরে থাকা মানুষেরা আধুনিক ব্যাংকিং সুবিধা পাবে। এই জনগোষ্ঠী সহজে ঋণ সুবিধা পাবে। ব্যাংকিং খাতের বাইরে থাকা সমাজের সাধারণ মানুষদের নিকট উৎকর্ষ সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে প্রাইম ব্যাংক নতুন নতুন পার্টনারশিপ করা এবং অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে আসা অব্যাহত রাখবে।”