Sat. Apr 5th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার২৪, মঙ্গলবার, ২৩র্মাচ ২০২১ঃ বলিউড সুপারস্টার শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত ‘পাঠান’ সিনেমা নিয়ে ভক্ত-অনুরাগীদের আগ্রহ অসীম। দীর্ঘ দিন পর বড় পর্দায় তাঁকে দেখার জন্য মুখিয়ে সিনেপ্রেমীরা। যা হোক, এ অ্যাকশনধর্মী সিনেমা নিয়ে আরেকটি উত্তেজনাকর খবর ছড়িয়ে পড়েছে বি-টাউনে।

ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম ফিল্মিবিট ডটকমের খবর, ‘পাঠান’ সিনেমার পারিশ্রমিকের জন্য আনুষ্ঠানিকভাবে ভারতের সর্বোচ্চ সম্মানী পাওয়া অভিনেতা  হলেন শাহরুখ খান। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন; শাহরুখ খান এ সিনেমার জন্য বড় অঙ্কের পারিশ্রমিক হাঁকিয়েছেন। ‘কুছ কুছ হোতা হ্যায়’ অভিনেতা ‘পাঠান’ সিনেমার জন্য নিচ্ছেন ১০০ কোটি রুপি, যা দেশটির সিনেমা অঙ্গনে আনুষ্ঠানিকভাবে সর্বোচ্চ।

চলচ্চিত্র সমালোচক ও বাণিজ্য বিশারদ উমায়ের সাধুঁ টুইটারে একই খবর প্রকাশ করেছেন। মনে হচ্ছে, এ ক্ষেত্রে সালমান খান, আমির খান, অক্ষয় কুমারকেও ছাড়িয়ে গেলেন শাহরুখ খান।

‘পাঠান’ সিনেমায় শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনকে গোয়েন্দার ভূমিকায় দেখা যাবে। সালমান খানের চরিত্রের নাম অবিনাশ সিং রাঠোর ওরফে টাইগার। প্রধান খলনায়কের ভূমিকায় দেখা যাবে জন আব্রাহামকে।

গেল বছরের নভেম্বরে ‘পাঠান’ সিনেমার শুটিং শুরু করেন বলিউডের বাদশাহ শাহরুখ খান। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এ অ্যাকশন থ্রিলার ঘরানার সিনেমা প্রযোজনা করছে যশরাজ ফিল্মস। ‘পাঠান’ সিনেমা মুক্তি পাবে ২০২২ সালের শুরুতে। যদিও সিনেমাটি প্রসঙ্গে এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।