Sun. Apr 6th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার২৪, বুধবার, ২৪র্মাচ ২০২১ঃ মোঃরাসেল মিয়াঃনরসিংদীপ্রতিনিধিঃ কোভিড-১৯ এর ভ্যাক্সিন গ্রহণ করার ২০ দিন পর করোনায় আক্রান্ত হয়ে আট দিন অসুস্থ থাকার পর মারা গেলেন নরসিংদী প্রেসক্লাবের সাবেক দপ্তর সম্পাদক ও নরসিংদীর খবর পত্রিকার বার্তা সম্পাদক তোফাজ্জল হোসেন। গত ২৫ ফেব্রুয়ারি তোফাজ্জল হোসেন অন্যান্য আরো কয়েকজন সংবাদ কর্মীর সাথে নরসিংদী থেকে করোনা ভ্যাক্সিন গ্রহণ করেন। এরপর তিনি অনেকটা নিরাপদেই চলাফেরা করেন বলে জানায় পরিবার। এরপরও ১৬ মার্চ তিনি করোনায় আক্রান্ত হন। এসময় তিনি চিকিৎসকের পরামর্শ নিয়েই চলছেন। এরমধ্যে গতকাল মঙ্গলবার রাত প্রায় ১২টায় শ্বাসকষ্ট বেশী দেখা দিলে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা দেন। এসময় রাস্তায় তিনি মারা যান।
বুধবার সকাল ১১টায় তরোয়া মাজার জামে মসজিদ প্রাঙনে তার জানাজা শেষে দাফন কাজ সম্পন্ন হয়। এসময় জেলা প্রশাসন, জেলা ও উপজেলা প্রেসক্লাবের প্রতিনিধিসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের ব্যক্তিরা জানাজায় অংশগ্রহণ করেন।
তোফাজ্জল হোসেন নরসিংদী থেকে প্রকাশিত সাপ্তাহিক নরসিংদীর খবর পত্রিকার বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া ঢাকা থেকে প্রকাশিত বিভিন্ন পত্রিকায় কাজ করেছেন। মৃত্যুকালে দুই ছেলে ও স্ত্রীসহ গুণগ্রাহী রেখে যান।