Sat. Apr 5th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
খােলাবাজার২৪, বুধবার, ২৪র্মাচ ২০২১ঃ গত দুই বছরে ইসরায়েলে তিনবার নির্বাচন হয়ে গেছে। গতকাল মঙ্গলবার দেশটিতে চতুর্থ দফা নির্বাচন শুরু হয়েছে। এ নির্বাচনে নেতানিয়াহু বা বিরোধীরা সংখ্যাগরিষ্ঠতা পাবেন এমন সম্ভাবনা কম বলে জানিয়েছে এক্সিট পোল বা বর্হিগমন জরিপ। নেতানিয়াহুর লিকুড পার্টি ও তার সহযোগীরা ১২০ আসনের নেসেটে বেশি হলে ৫৩টি আসন পেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তবে, প্রধানমন্ত্রীর পদে নির্বাচনে অংশ নেওয়া দলগুলো চাইছে অন্তত ৬০ ভোটে জয় পেতে। নেতানিয়াহু প্রথমে বিপুলভাবে জেতার দাবি করলেও পরে বলেছেন, তিনি নির্বাচিত সব সদস্যের সঙ্গে কথা বলবেন। তার দলের মতাদর্শের কথা জানাবেন। সকলের কাছে তিনি পৌঁছাবেন। তবে, বিশেষজ্ঞদের ধারণা এবার জোট অত সহজে হবে না।

বিবিসি ও ডয়েচে ভেলের প্রতিবেদনে পর্যালোচনা করলে দেখা যায়, মঙ্গলবার রাতে শেষ হওয়ার ভোটে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পিছিয়ে আছে তবে তিনি তার গদি ছাড়তে চাইবেন না। এক্সিট পোল বলেছে, ১২০ সদস্যের পার্লামেন্টে নেতানিয়াহুর দল ৩১ থেকে ৩৩ আসনে জিততে পারে। তার প্রধান বিরোধী দল জিততে পারে ১৮টির মতো আসনে।

ডয়েচে ভেলে বলছে, নিজের পদে আসীন থাকতে নেতানিয়াহুকে হাত মেলাতে হবে শরিক বেনেটের দলের সঙ্গে। কিন্তু দুজনের মধ্যে সম্পর্কে টানা পোড়েন চলছে। ফলে নেতানিয়াহু বিপদে পড়বেন। কেননা, বেনেটের সঙ্গে তার জোট বাধা কঠিন হবে।

বিবিসির খবরে বলা হয়েছে, যদি নেতানিয়াহু তার বিরোধী বেনেটের সঙ্গে হাত মেলাতে পারেন, তাহলে সরকার গঠন হবে। নয়তো দুই বছরে পঞ্চমবারের জন্য নির্বাচনের মুখে পড়বে ইসরায়েল।

এদিকে অপর বিরোধী নেতা ল্যাপিডের দাবি, বিরোধীরা সংখ্যাগরিষ্ঠতা পাবে। ফলে নেতানিয়াহুর পক্ষে সরকার গঠন করা সম্ভব হবে না।ইসরায়েলে নির্বাচন শেষ হলেও ভোটের ফলাফল পাওয়া যাবে এ সপ্তাহ শেষে।

এদিকে নির্বাচনের আগে গত শনিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে দখলকৃত জেরুজালেমে ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়। নেতানিয়াহুর বাসভবনের বাইরে জড়ো হয়ে এ বিক্ষোভ প্রদর্শন করে কয়েক হাজার মানুষ। বিক্ষোভকারীদের অনেকের হাতেই ছিল ইসরায়েলের পতাকা। প্রায় ২০ হাজার মানুষ বিক্ষোভে অংশ নেয়।