Wed. Aug 27th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার২৪,মঙ্গলবার ,৩০ র্মাচ ২০২১ঃ প্রবাসী বাংলাদেশীদের কষ্টার্জিত অর্থ নিরাপদে বাংলাদেশে পাঠাতে বিশ্বের অন্যতম মানিট্রান্সফার কোম্পানি রিয়া’র সাথে চুক্তিবব্ধ হল স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড। এ উপলক্ষে ২৯শে মার্চ, ২০২১ তারিখে আয়োজিত এক ভার্চুয়াল মিটিং এ স্ট্যান্ডার্ড ব্যাংকের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও খন্দকার রাশেদ মাকসুদ এবং যুক্তরাজ্য থেকে রিয়ামানি ট্রান্সফার এর বিজনেস ডেভেলপমেন্ট ডিরেক্টর সোহেল শামসি যুক্ত হয়ে উক্ত সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় স্ট্যান্ডার্ড ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম, রেমিটেন্স ডিভিশনের প্রধান রেবেকা সুলতানা এবং রিয়া মানিট্রান্সফার, বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ একেএম নাজমুল হোসেন উক্ত মিটিং এ যুক্ত ছিলেন। এখন থেকে “রিয়া”সহ ১৩টি মানি ট্রান্সফার কোম্পানির মাধ্যমে বিশ্বের যেকোনো দেশ থেকে প্রবাসীদের প্রেরিত রেমিটেন্স তাদের আপন জনেরা দেশব্যাপী স্ট্যান্ডার্ড ব্যাংকের ১৩৮টি শাখা ও ২৮টি এজেন্ট আউটলেট থেকে নির্বিঘ্নে গ্রহণ করতে পারবেন।