Tue. Oct 14th, 2025
Advertisements

খােলাবাজার২৪,মঙ্গলবার,০৬জুলাই,২০২১ঃ বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) সিরাজগঞ্জ ও রংপুর জেলা কার্যালয়ের উদ্যোগে বিসিক অনলাইন পণ্য মেলা শুরু হয়েছে।

আজ সকালে বিসিক চেয়ারম্যান মোঃ মোশতাক হাসান, এনডিসি (অতিরিক্ত সচিব)   জুম অ্যাপে সংযুক্ত থেকে এ মেলা দুটির  শুভ উদ্বোধন ঘোষণা করেন।

বিসিক জেলা কার্যালয়, রংপুর ১৫ দিনব্যাপী এবং বিসিক জেলা কার্যালয়, সিরাজগঞ্জ ১০ দিনব্যাপী এ মেলার আয়োজন করেছে।

 উদ্বোধনী অনুষ্ঠান দুটিতে বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন মোঃ রেজাউল আলম সরকার, আঞ্চলিক পরিচালক (উপসচিব),বিসিক,রাজশাহী; অখিল রঞ্জন তরফদার, মহাব্যবস্থাপক (বিপণন);  নাসিমা আক্তার নিশা, প্রেসিডেন্ট, উইমেন এন্ড ই-কমার্স (উই);  কবির সাকিব , উপদেষ্টা,  উইমেন এন্ড ই-কমার্স (উই); মোঃ রেজাউল ইসলাম মিলন প্রেসিডেন্ট, মেট্রোপলিটন চেম্বার অব  কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ;  আনোয়ারা ফেরদৌসী পলি, প্রেসিডেন্ট  উইমেন চেম্বার  অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ।

উদ্বোধনী অনুষ্ঠান দুটিতে সভাপতিত্ব করেন মোঃ শামীম হোসেন, উপমহাব্যবস্থাপক (ভাঃ), বিসিক জেলা কার্যালয়, রংপুর এবং মোঃ সাজিদুল ইসলাম, সহকারী মহাব্যবস্থাপক, বিসিক জেলা কার্যালয়, সিরাজগঞ্জ।

রংপুর বিসিক জেলা কার্যালয় আয়োজিত মেলাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ২২০ এবং সিরাজগঞ্জ বিসিক জেলা কার্যালয় আয়োজিত মেলাতে ১৮০ জন উদ্যোক্তা অংশগ্রহণ করছেন।

বিসিক চেয়ারম্যান মোঃ মোশতাক হাসান, এনডিসি উদোক্তাদের মাঝে বিসিকের ভিশন মিশন ও বিভিন্ন সুযোগ-সুবিধার কথা তুলে ধরেন এবং উদ্যোক্তাদের বিসিকমুখী হওয়ার আহ্বান জানান।

বিসিক চেয়ারম্যান বলেন বিসিক ওয়ান স্টপ সার্ভিসের কার্যক্রম শুরু করেছে যার মাধ্যমে একজন উদ্যোক্তা এক জায়গায় হতে ২৮ টি সেবা পাবে।

অনলাইন মেলার মাধ্যমে  উদ্যোক্তাদের পণ্যের প্রচার, প্রসার ও বাজারজাতকরণের মাধ্যমে আর্থিকভাবে  উদ্যোক্তাগণকে স্বাবলম্বী করতে এবং করোনা ভাইরাসের কারণে ক্ষতি পুষিয়ে নেয়ার জন্য বিসিক রংপুর ও সিরাজগঞ্জ জেলা কার্যালয়  এই মেলার  আয়োজন করেছে।