আব্দুল আউয়াল
বানারীপাড়া প্রতিনিধি:
বরিশালের বানারীপাড়ার কুরবানীর পশুর হাট এখনো জমে ওঠেনি। গতকাল রোববার উপজেলার বিভিন্ন হাট ঘুরে দেখা গেছে হাটে বেশ কিছু গরু আমদানী হয়েছে। তবে বেচা কেনা শুরু হয়নি। হাটে তেমন ক্রেতার ভীড়ও নেই। হাটের দায়ীত্বে থাকা ইজারাদারগন বলেছেন এখন পর্যন্ত সব বেপারীরা গরু নিয়ে আসেনি। আগামী দিন গরু আরো আসবে। সবগুলো হাটে পুলিশ মোতায়েন করা হয়েছে। সামাজিক সুরক্ষার জন্য মাইকে বার বার ঘোষনা দেওয়া হচ্ছে।
সরেজমিনে বানারীপাড়ার বিভিন্ন হাট ঘুরে দেখা যায় নানা চিত্র। বেলা ১ টায় বানারীপাড়ার গুয়াচিত্রা স্থায়ী হাট ও ব্রাহ্মনকাঠির কোরবানীর হাটে দেখা যায় কোন গরু বিক্রি হয়নি। বরিশাল বিভাগের সব চেয়ে বড় গরুর হাট খ্যাত বানারীপাড়ার গুয়াচিত্রা হাটের ইজারাদার মোরশেদ আলম মিলন আজকের পত্রিকা কে বলেন আজ সোমবার হাট। আগামী দিন থেকে কুরবানী পর্যন্ত গরু থাকবে। গুয়াচিত্রা হাটে গরু কিনতে গিয়ে এক ক্রেতা মোঃ হাজী সাখাওয়াত হোসেন বলেন ,লক ডাউনের কারণে গরু বাজারে তুলনামূলক ভাবে কম আর দামটাও একটু চড়া ,তবুও ইনশাআল্লাহ হাট থেকে গরু কিনেই বাড়ি ফিরব।গরু ব্যাপারী মোঃ শাহ আলম বলেন ,যে চারদিকে মহামারীর কারণে এবার হাটে গরু আনা কম হয়েছে কারণ বেচা কেনার খারাপ অবস্থা হতে পারে এছাড়া লকডাউন ও যাতায়াত সমস্যা র কারণে হাটে বেশি গরু আনা হয়নি। ব্রাহ্মনকাঠিসহ ও বানারীপাড়া উপজেলার ৮ টি ইউনিয়নে ঈদুল আজহার উপলক্ষে অস্থায়ী গরু ছাগলের বসেছে।প্রত্যেক গরুর হাটে গরু ছাগল নিয়ে বেপারীরা আসতে শুরু করেছে। সবগুলো হাটের বেপারী ইজারাদারদের কথা এবছর গরু বিক্রি কম হবে ধারনা করে সব বেপারীরা গরু কম করে এনেছেন