খােলাবাজার২৪,শনিবার,২৮আগস্ট,২০২১ঃ শিল্প সচিব জাকিয়া সুলতানা আজ নারায়ণগঞ্জের শ্যামপুর কাঠালতলীতে ৪৯ কোটি টাকা ব্যয়ে ৫৪টির নির্মাণাধীন কেমিক্যাল গোডাউনের কার্যক্রমের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেন । পরিদর্শনকালে শিল্প সচিব গোডাউনের নিরাপত্তার দিকে খেয়াল রেখে কাজের গুণগত মান নিশ্চিত করা, অসম্পূর্ণ রাস্তা, বাউন্ডারি প্রাচীর এবং গোডাউন নির্মাণ প্রকল্প কাজ আন্তরিকতার যথাসময়ে সম্পন্ন করার নির্দেশ দেন । তিনি সড়ক বিভাগ ও সংশ্লিষ্ট বিভাগের সাথে প্রকল্পের বাউন্ডারি সংক্রান্ত দ্রুত মিটিং করে সমাধানের উদ্যোগ নেয়ার নির্দেশনা দেন ।
অত:পর শিল্প সচিব মুনিসগঞ্জের ‘বিসিক কেমিক্যাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক মুনিসগঞ্জ (১ম সংশোধিত)’ শীর্ষক প্রকল্পের ৩১০ একর জমির বালু ভরাট কাজের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেন ।পরিদর্শনকালে শিল্প সচিব বলেন, সরকার জনগণের কল্যাণে অনেক প্রকল্প হাতে নিয়েছে। দেশের স্বার্থে দায়বদ্ধতা নিয়ে আন্তরিকতার সাথে দ্রুত প্রকল্পের কাজ সম্পন্ন করতে হবে ।

পরিদর্শনকালে বিসিকের চেয়ারম্যান মোঃ মোশতাক হাসান এনডিসি, বিসিক কেমিক্যাল শিল্প পার্কের প্রকল্প পরিচালক মুহাম্মদ হাফিজুর রহমান এবং সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন ।
দুপুরে শিল্প সচিব ঢাকার দোঁহার উপজেলার বেনুখালিতে ১৪০০ একর প্রস্তাবিত জায়গায় বিসিক বেনুখালি ইন্ডাস্ট্রিয়াল পার্ক এবং মুন্সীগঞ্জের সিরাজদিখানে প্রস্তাবিত বিসিক মুদ্রণশিল্প পার্ক পরিদর্শন করেন । তিনি দ্রুত সময়ে বেনুখালি প্রকল্পের ডিপিপি প্রণয়ন এবং মুদ্রণশিল্পের বিষয়ে জেলা প্রশাসকের অনাপত্তি গ্রহণ করত: চলমান প্রকল্প বাস্তবায়নের নির্দেশ দেন ।