Fri. Sep 12th, 2025
Advertisements

23খোলা বাজার২৪ ॥বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০১৫: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘অনেক রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জিত হয়েছে। আমাদের অর্জিত জাতীয় পতাকার মর্যাদা সবসময় অক্ষু রাখতে হবে। পতাকার মর্যাদা যেন সবসময় শক্ত ও সমুন্নত থাকে।’
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে শহীদ বদিউজ্জামান প্যারেড গ্রাউন্ডে সেনাবাহিনী আয়োজিত ১২ ল্যান্সারকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড (জাতীয় পতাকা) প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
এর আগে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় একদিনের সরকারি সফরে হেলিকপ্টার যোগে বগুড়া সেনানিবাসে পৌঁছান প্রধানমন্ত্রী।
উল্লেখ্য, ২০০৯ সালের জানুয়ারিতে ক্ষমতা গ্রহণের পর গত ৭ বছরে এটিই প্রধানমন্ত্রীর প্রথম বগুড়া সফর।