Tue. Oct 14th, 2025
Advertisements


খােলাবাজার২৪, শুক্রবার ১৭ সেপ্টেম্বর ২০২১ঃ নাহার আকতার, মোরেলগঞ্জ(বাগেরহাট)সংবাদদাতাঃ বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা নিশানবাড়িয়া ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়েছে। মাত্র ৩ দিন পূর্বে এ নির্বাচন স্থগিত হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে নির্বাচনে অংশগ্রহনকারী ইউপি সদস্য প্রার্থীরা।
গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে সংশ্লিষ্ট ইউনিয়নের রিটার্নিং অফিসার ও উপজেলা কৃষি কর্মকর্তা (ভরপ্রাপ্ত) মো. সিফাত আল মারুফ এক গণ বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছেন। এতে বলা হয়েছে আজ ১৬ সেপ্টেম্বর নির্বাচন কমিশনের আদেশ মতে আগামি ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য মোরেলগঞ্জের নিশানবাড়িয়া ইউনিয়নের সাধারণ নির্বাচন ২০২১ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হল।
জানা গেছে, আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত ও চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাহার করা বর্তমান চেয়ারম্যান আব্দুর রহিম বাচ্চু সীমানা সংক্রান্ত একটি মামলার করায় নির্বাচন স্থগিত হয়ে যায়। এখানে চেয়ানম্যান পদে ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়ে আছেন।