Tue. Sep 16th, 2025
Advertisements

খোলাবাজার২৪, মঙ্গলবার,২৮ সেপ্টেম্বর,২০২১ঃ রাজস্থান রয়্যালসের সামনে সুযোগ ছিল পয়েন্ট তালিকার চারে উঠে আসার। কিন্তু সেই সুযোগ কাজে লাগানো হলো না। সোমবার রাতে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তাদের হারিয়ে দিয়েছে বিদায় নিশ্চিত হওয়া দল সানরাইজার্স হায়দরাবাদ।

এর মধ্য দিয়ে আটটি দলেরই ১০টি করে ম্যাচ খেলা সম্পন্ন হলো। ১০ ম্যাচ থেকে ৮ পয়েন্ট নিয়ে রাজস্থান রয়্যালস আছে ষষ্ঠ স্থানে। ৪ পয়েন্ট নিয়ে হায়দরাবাদ আছে তলানিতে।

আইপিএলের এবারের আসরে এটা ছিল হায়দরাবাদের দ্বিতীয় জয়। হায়দরাবাদের জয়ের নায়ক ছিলেন ডেভিড ওয়ার্নারের বদলি খেলোয়াড় জ্যাসন রয়। তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন অধিনায়ক কেন উইলিয়ামসন।

 

সোমবার (২৭ সেপ্টেম্বর) দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করা রাজস্থান নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৬৪ রান করে। জবাবে ব্যাট করতে নেমে ৩ উইকেট হারিয়ে ও ৯ বল বাকি থাকতে ১৬৭ করে জয়ের বন্দরে পৌঁছে যায় হায়দরাবাদ।

ম্যাচসেরা নির্বাচিত হন জ্যাসন রয়।