Fri. Oct 17th, 2025
Advertisements

খোলাবাজার২৪, বুধবার,২৯ সেপ্টেম্বর,২০২১ঃ ঢালিউডের সবচেয়ে জনপ্রিয় জুটির অন্যতম শাকিব খান-অপু বিশ্বাসের জুটি। শাকিবের সঙ্গেই বড় পর্দায় অভিষেক হয় হালের আলোচিত অভিনেত্রী বুবলীর। ঢালিউডে শাকিব-বুবলী জুটিও জনপ্রিয়তা পেয়েছে। এবার বুবলী জানিয়েছেন, গল্পের প্রয়োজনে অপুর সঙ্গে কাজ করতেও তার আপত্তি নেই।

শুধু ঢালিউড নয়, অন্য চলচ্চিত্র ইন্ড্রাস্ট্রিগুলোতেও নায়িকাদের মধ্যে রেষারেষির নানা মুখরোচক গল্প শোনা যায়। অধিকাংশ সময়ই জনপ্রিয় দুই নায়িকা এক ছবিতে কাজ করতে চান না। বুবলী বলেন, ‘গল্পের প্রয়োজনে অপু বিশ্বাসের সঙ্গে অভিনয় করতেও আপত্তি নেই। যখন আমরা শিল্পীরা একসঙ্গে কাজ করি, তখন আমাদের মধ্যে এমন কোনও বিষয় থাকে না। বাইরে থেকে মানুষ অনেক কিছু চিন্তা করেন, যা স্রেফ গুজব। অপু বিশ্বাসের সঙ্গে আমার দেখাও হয় না। তাহলে তার সঙ্গে আমার রেষারেষি কেন থাকবে! ’

আগামী এক অক্টোবর বুবলীর ‌‘চোখ’ শিরোনামে ছবি মুক্তি পাচ্ছে। এই প্রথম বড় পর্দায় শাকিবের বাইরে অন্য নায়কদের সঙ্গে দেখা যাবে বুবলীকে। ছবিতে তার সহশিল্পী নিরব ও রোশান। বুবলী বলেন, ‘আমার কাছে ভালো গল্পের সিনেমা হলে সবার সঙ্গেই কাজ করার ইচ্ছে। একটা সময় শাকিব খানের বাইরে আমাকে পাওয়া যায় না বলেও কথা উঠত; এখন তো অনেকের সঙ্গে কাজ করছি।’