Thu. Oct 23rd, 2025
Advertisements

খোলাবাজার২৪, সোমবার, ২২নভেম্বর ২০২১ঃ সম্প্রতি যমুনা ব্যাংক লিমিটেড ট্রেইনিং একাডেমীতে ’’সাসটেইনেবল ফাইন্যান্স পলিসি, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সাসটেইনেবিলিটি রেটিং এবং সাসটেইনেবল ফাইন্যান্স পলিসি ও গ্রীন ফাইন্যান্স কর্মকান্ড সংক্রান্ত বাংলাদেশ ব্যাংকে রিপোটিং’’ শিরোনামে একটি অর্ধদিবস প্রশিক্ষন এর আয়োজন করে। উক্ত প্রশিক্ষন প্রোগ্রামে সভাপতিত্ব করেন জনাব ফজলে কাইয়ুম, উপ ব্যবস্থাপনা পরিচালক এবং চীফ রিস্ক অফিসার যমুনা ব্যাংক লিমিটেড। প্রশক্ষিক হসিবেে উপস্থতি ছলিনে বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের মহাব্যবস্থাপক খন্দকার মোরশেদ মিল্লাত এবং যুগ্ম পরিচালক মোঃ শরফুজ্জামান। উক্ত প্রশিক্ষণশালায় যমুনা ব্যাংকের প্রধান অফিসের ৩৮ জন কর্মকর্তা সরাসরি এবং শাখা পর্যায়ের ১৩৬ জন কর্মকর্তা ভার্চুয়ালী অংশগ্রহন করেন।