খোলাবাজার২৪, সোমবার, ২২নভেম্বর ২০২১ঃ পিরোজপুর জেলা প্রতিনিধিঃ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুর জেলায় সমাবেশ করেছে দলটির নেতাকর্মীরা। আজ ২২শে নভেম্বর সকলা ১১ ঘটিকায় পিরোজপুর জেলা বিএনপির সাধারন সম্পাদক আলমগীর হোসেনের নেতৃত্বে পিরোজপুর জেলা বিএনপি কার্যালয়ের উক্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে আলমগীর হোসেন বলেন, সুচিকিৎসার অভাবে খালেদা জিয়ার কিছু হলে এর জবাব এই সরকারকে দিতে হবে। বিএনপির নেতাকর্মীরা শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে খালেদা জিয়ার মুক্তির জন্য লড়াই করে যাবে। প্রতিটি নেতাকর্মীই মৃত্যুর জন্য প্রস্তুত রয়েছে। এ সময় তিনি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি জানান। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়। এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, জেলা যুবদলের সভাপতি মিজানুর রহমান শাহীন, জেলা যুবদলের সাধারন সম্পাদক শহিদুল ইসলাম সাইদ, জেলা শ্রমিকদলের সাধারন সম্পাদক আফজাল হোসেন টিপু, জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক বদিউজ্জামান শেখ রুবেল সহ নেতৃবৃন্দ। উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সহ সভাপতি নজরুল ইসলাম খান।