Fri. Oct 17th, 2025
Advertisements

খোলাবাজার২৪, শুক্রবার,২৬নভেম্বর ২০২১ঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদ্‌যাপনের লক্ষ্যে ডেসকো’র গৃহীত কর্মসূচির অংশ হিসেবে ডেসকো’র কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে ব্যাডমিন্টন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

২৫ নভেম্বর বিকাল ৫টায় নিকুঞ্জ ডেসকো’র প্রধান কার্যালয়ে  প্রতিযোগিতার উদ্বোধন করেন ডেসকো বোর্ডের চেয়াম্যান ও বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন) মোহা. সেলিম উদ্দিন ডেসকো’র ব্যবস্থাপনা পরিচালক মোঃ কাওসার আমীর আলী।

উদ্বোধনী অনুষ্ঠানে ডেসকো’র নির্বাহী পরিচালক  এবং সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। চেয়ারম্যান তার বক্তব্যে উল্লেখ করেন, জাতির পিতার জন্মশতবর্ষে আমরা শতভাগ বিদ্যুতায়নের মাইলফলক অর্জন করেছি। স্যানিটেশন, শিক্ষা, ভ্যাক্সিনেশনসহ সামাজিক সুরক্ষার প্রতিটি ক্ষেত্রে আমরা দক্ষিণ এশিয়ার অন্যসব দেশ হতে এগিয়ে আছি। জাতির পিতা আমাদের যে স্বাধীনতা দিয়ে গিয়েছেন এসবই হচ্ছে তার সুফল। তিনি আরও উল্লেখ করেন জাতির পিতা ক্রীড়ানুরাগী ছিলেন এবং তিনি ভালো ফুটবল খেলতেন।

ডেসকো’র নির্বাহী পরিচালক (প্রশাসন ও এইচআর), যুগ্মসচিব খন্দকার জহিরুল ইসলাম তার বক্তব্যে উল্লেখ করেন উন্নত গ্রাহক সেবার জন্য শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকা প্রয়োজন। আর এর জন্য খেলাধুলার বিকল্প নেই। জাতির পিতার জন্মশতর্ষ উদ্‌যাপনের জন্য ব্যাডমিন্টন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এর ধারাবাহিকতা বজায় রেখে কর্মকর্তা-কর্মচারীগণের জন্য নিয়মিত খেলাধুলা আয়োজনের উপর তিনি গুরুত্বারোপ করেন।

সভাপতির বক্তব্যে ডেসকো’র ব্যবস্থাপনা পরিচালক মহোদয় উল্লেখ করেন জাতির পিতার জন্মশতবার্ষিকী উদ্‌যাপনের অংশ হিসেবে ডেসকো কর্তৃক অফিসসমূহ সজ্জিতকরণ, গ্রাহকগণকে উন্নত সেবা প্রদান, খেলাধুলা প্রতিযোগিতার আয়োজনসহ নানা কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। কোভিড-১৯ এর সংক্রমণ কিছুটা কমে আসায় খেলাধুলাসহ বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে উৎসবমুখর পরিবেশে জাতির পিতার জন্মশতবার্ষিকী উদ্‌যাপনের জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।