খোলাবাজার২৪,বৃহস্পতিবার,০৬জানুয়ারি,২০২২ঃ ০৬ জানুয়ারি ২০২২ তারিখ বৃহস্পতিবার রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক প্রধান কার্যালয়ে অটোমেটেড চালান (এ-চালান) সিস্টেম সার্ভিসের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুল মান্নান। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপ-মহাব্যবস্থাপক মোঃ আবুল কালাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহাব্যবস্থাপক (প্রশাসন) মোঃ জয়নাল আবেদীন; মহাব্যবস্থাপক (নিরীক্ষা, হিসাব ও আদায়) মাকসুদা নাসরীন; বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ ও সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে রাজশাহী বিভাগের মহাব্যবস্থাপক মোঃ কামিল বুরহান ফিরদৌস; রংপুর বিভাগের মহাব্যবস্থাপক মোঃ বাবর আলী; রাজশাহী ও রংপুর বিভাগের বিভাগীয় নিরীক্ষা কর্মকর্তাগণসহ ১৮টি জোনের সকল জোনাল ব্যবস্থাপক ও জোনাল নিরীক্ষা কর্মকর্তা ভার্চুয়ালী অংশগ্রহণ করেন। স্থানীয় মুখ্য কার্যালয়, রাজশাহী’র ১জন গ্রাহকের পাসপোর্ট ফি’এর টাকা গ্রহণের মাধ্যমে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এই সেবার লাইভ অপারেশন কার্যক্রমের উদ্বোধন করেন। প্রাথমিকভাবে ২৫টি শাখায় এ কার্যক্রম শুরু করা হলেও শীঘ্রই রাকাব-এর সকল শাখা অর্থাৎ ৩৮৩টি শাখায় এ সেবা চালু করা হবে।
এ সার্ভিসের মাধ্যমে রাকাব সরকারী রাজস্ব সংগ্রহে সক্রিয় ভূমিকা রাখবে এবং একই সাথে গ্রাহক সেবার মান অধিকতর উন্নত হবে। এ-চালান সিস্টেমে ভ্যাট ট্যাক্সসহ সরকারের যাবতীয় ফি দ্রুত ও সুরক্ষিতভাবে সংগৃহীত হবে এবং গ্রাহকরাও কোন ধরনের ভোগান্তি ছাড়াই স্বল্প সময়ে উন্নত সেবা পাবে। ঋণ ও অগ্রীম বিভাগ-১এর উপ-মহাব্যবস্থাপক শওকত শহীদুল ইসলাম এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন রাকাব, স্থানীয় মুখ্য কার্যালয়, রাজশাহী’র উপ-মহাব্যবস্থাপক মোঃ মাহমুদুল আলম ও কেন্দ্রীয় হিসাব বিভাগ-১এর উপ-মহাব্যবস্থাপক মোঃ মজনুর রহমান।