Fri. Oct 17th, 2025
Advertisements

খোলাবাজার২৪,বৃহস্পতিবার,০৬জানুয়ারি,২০২২ঃ সিরাজগঞ্জের কাজিপুরে দু’শ দুস্থ মানুষ পেলেন শুভসংঘের কম্বল। আজ বৃহস্পতিবার (৬ জানুয়ারি) দুপুরে কাজিপুর উপজেলা পরিষদ মাঠে শীতার্ত, প্রতিবন্ধী, বিধবা, ছিন্নমূল ও দুস্থদের হাতে এই কম্বল তুলে দেয়া হয়।

‘এতিম বলে অনেকেই অবহেলা করে। মাদরাসার ভাঙা টিনের ঘরে মেঝেতে শুয়ে জারে (শীতে) ভীষণ কষ্ট করতে হয়। কম্বল পেয়ে আজ আমরা একটু হলেও ওমে (গরমে) ঘুমাতে পারব। আল্লাহপাক আপনাদের ভালো করুন’।বেগমপুর কবরস্থানস্থান হাফিজিয়া মাদরাসার হানজেলা (৯), এবাদ আলী (১১), মোশারফ (১২)সহ ১৩ জন এতিম শিশু বসুন্ধরা গ্রুপের কম্বল পেয়ে এভাবেই তাদের অভিমত ব্যক্ত করে।

আজ বৃহস্পতিবার বসুন্ধরা গ্রুপের সহায়তায় এবং কালের কণ্ঠ শুভসংঘের আয়োজনে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বাঁশহাটা মাঠ শীতার্ত ২০০ অসহায় দরিদ্র মানুষের মাঝে এদিন কম্বল কিতরণ করা হয়।

দুপুর ১টা থেকেই শুভসংঘের কম্বলের কুপন হাতে আদিবাসী, হরিজন সম্প্রদায়সহ সংবাদপত্র হকার, রিকশা-ভ্যান চালক, ভিক্ষুক, গৃহকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার শীতার্ত মানুষ এসে জড়ো হতে থাকে তাড়াশ বাঁশবাজার  মাঠের সবুজ চত্বরে। কুপনের বিনিময়ে শুভসংঘের বন্ধুরা তাদের হাতে কম্বল তুলে দেন।

কম্বল পাওয়ার পর এসব দরিদ্র মানুষ এ ধরনের মহতী উদ্যোগকে স্বাগত জানান।বসুন্ধরার কল্যাণকর কাজের ব্যাপক প্রশংসা করেন। কৃতজ্ঞতা প্রকাশ করেন কম্বলপ্রাপ্ত শীতার্ত মানুষেরা।

সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান ।