Sat. Oct 18th, 2025
Advertisements

খোলাবাজার২৪,শুক্রবার,২৮জানুয়ারি,২০২২ঃ অগ্রণী ব্যাংক লিমিটেড যশোর অঞ্চলের আয়োজনে গ্রাহকদের সাথে মিট দ্য ক্লায়েন্ট সভা এবং মেডিক্যাল কলেজ শাখা উদ্বোধন করলেন অগ্রণী ব্যাংক এমডি এবং সিইও মোহম্মদ শামস্-উল ইসলাম। অগ্রণী ব্যাংক যশোর অঞ্চল আয়োজিত মিট দ্য ক্লায়েন্ট অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অগ্রণী ব্যাংক এমডি এবং সিইও বলেন- ‘ বঙ্গবন্ধুর প্রদত্ত নাম অগ্রণী ব্যাংক অবিরত অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষে দেশ ও জাতির সেবায় প্রতিশ্রুতিবদ্ধ অগ্রণী ব্যাংক মানুষেকে আরো বেশি আর্থিক সেবা প্রদান করে এগিয়ে যাবে।’ তিনি খই, খেজুর রসের জন্য বিখ্যাত মাইকেল মধুসূদন দত্ত এর জেলা যশোরের মানুষকে ব্যাংকিং সেবা প্রদান করার আহবান জানান। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকটির উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ আনোয়ারুল ইসলাম। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেন্ট্রাল একাউন্টস ডিভিশন ও খুলনা সার্কেল মহাব্যবস্থাপক,সিএফও মনোয়ার হোসেন এফসিএ, ক্রেডিট ডিভিশনের মহাব্যবস্থাপক ড.মোঃ আব্দুল্লাহ আল মামুন, রিকভারি ডিভিশনের মহাব্যবস্থাপক মোঃ আশেক এলাহী এবং যশোর অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক দীন মোহাম্মদ সহ প্রমূখ।