Fri. Oct 17th, 2025
Advertisements

খোলাবাজার২৪, শনিবার,১৯ ফেব্রুয়ারি,২০২২ঃ গত ৩রা ডিসেম্বর ২০২১ থেকে দেশব্যাপী শুরু হওয়া স্টার লাইন পিঠা প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে ১৮ ফেব্রুয়ারি ২০২২ইং ঢাকার মহাখালি ডিওএইচএস-এর রাওয়া কনভেনশন হলে অনুষ্ঠিত হয়। স্টার লাইন ফুড প্রোডাক্টস লিঃ এর সার্বিক সহযোগিতায় ও লবী রহমান’স ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রতিমন্ত্রী, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, জনাবা ফজিলাতুন নেসা ইন্দিরা, এম পি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সিনিয়র সচিব, চেয়ারম্যান, বিটিআরসি, জনাব শ্যাম সুন্দর সিকদার, সচিব, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, জনাব মোঃ মকবুল হোসেন পিএএ, সম্পাদক, দৈনিক আমার কাগজ, জনাব মোঃ ফজলুল হক ভূঁঞা রানা, সাবেক মেয়র, ফেনী পৌরসভা, ব্যবস্থাপনা পরিচালক, স্টার লাইন গ্রুপ হাজী আলাউদ্দিন এবং বিচারক হিসেবে উপস্থিত ছিলেন শেফ টনি খান, শেফ আহমেদ ও শেফ ড্যানিয়েল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট রন্ধন বিশেষজ্ঞ লবী রহমান, প্রেসিডেন্ট লবী রহমান’স কুকিং ফাউন্ডেশন।
এ প্রতিযোগিতায় দেশের ১০টি অঞ্চলে আঞ্চলিকভাবে অনুষ্ঠিত প্রতিযোগিতায় ইয়েস কার্ড বিজয়ীদের নিয়ে ঢাকায় ১৮ ফেব্রুয়ারি ২০২২ চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জাতীয় পর্যায়ে চূড়ান্ত পর্বে অংশগ্রহণকারী প্রতিযোগিদের মধ্যে এই প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান লাভ করেন যথাক্রমে ঢাকার সুবর্ণালতা, যশোহরের রিফাত সুলতানা ও গোপালগঞ্জের জাকিয়া সুলতানা। বিজয়ীদের মাঝে ঘোষিত নগদ অর্থ ও পুরষ্কার প্রদান করেন মাননীয় প্রতিমন্ত্রী, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, জনাবা ফজিলাতুন নেসা ইন্দিরা, এম পি।