Sat. Oct 18th, 2025
Advertisements

খোলাবাজার২৪,শনিবার, ১২ই মার্চ, ২০২২ঃ সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল) ‘বেস্ট ইনোভেশন-ফাইন্যান্স ইনোভেশন ইন ব্যাংকস’ ক্যাটাগরিতে বাংলাদেশ ইনোভেশন অ্যাওয়ার্ড-২০২২ অর্জন করেছে।

সম্প্রতি ঢাকার লে মেরিডিয়ান হোটেলে বাংলাদেশ ইনোভেশন কনক্লেভ আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন সোশ্যাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম।

বাংলাদেশ থেকে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে মিনিটেই রেমিট্যান্স পাঠানোর সেবা উদ্ভাবনের জন্য সোশ্যাল ইসলামী ব্যাংককে এই পুরস্কার দেওয়া হয়। এই সেবার মাধ্যমে বিদেশে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা, চিকিৎসার জন্য বিদেশগামী এবং বাংলাদেশে কর্মরত বিদেশিরা মুহূর্তেই বিদেশে রেমিট্যান্স পাঠাতে পারবেন।

এসময় অনুষ্ঠানে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবু রেজা মো. ইয়াহিয়া এবং আন্তর্জাতিক বিভাগের প্রধান মো. আকমল হোসেন উপস্থিত ছিলেন।