Sat. Oct 18th, 2025
Advertisements

খোলাবাজার২৪,সোমবার, ১৪ই মার্চ, ২০২২ঃ চলতি বছরের ১৬ জানুয়ারী অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনা পরিস্থিতির অবনতি হওয়ার কারণে গতকাল রবিবার অনুষ্ঠিত হয় শতবর্ষী ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব আয়োজিত প্রীতি সম্মিলনী ২০২২। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) ঢাবি, অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) ঢাবি, অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ কোষাধ্যক্ষ-ঢাবি, অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব ও  ড. মো. আবদুর রহিম সম্পাদক, ঢাকা বিশ্ববদ্যালয় ক্লাব।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগ দেন ডায়মড ওয়ার্ল্ড এর ব্যবস্থাপনা পরিচালক জনাব দিলীপ কুমার আগরওয়ালা। এ সময়ে তিনি শুভেচ্ছা বক্তব্যে এ ধরণের একটি আয়োজনে ডায়মন্ড ওয়ার্ল্ড সম্পৃক্ত করার জন্য ক্লাব কর্তৃপক্ষের নিকট কৃতজ্তা প্রকাশ করেন।

বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত প্রীতি সম্মিলনীর স্বাগত বক্তব্যে ক্লাব সাধারণ সম্পাদক ড. মো. আবদুর রহিম ডায়মন্ড ওয়ার্ল্ড কে সার্বিক সহযোগিতা করার জন্য ধন্যবাদ প্রদান করেন। প্রীতি সম্মিলনীর আলোচনা সভা, নৈশ ভোজ ও সাংস্কৃতি অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়টির সম্মানিত শিক্ষক মন্ডলী ও কর্মকর্তাগণ উস্থিত ছিলেন।