Thu. Oct 16th, 2025
Advertisements

খোলাবাজার২৪,মঙ্গলবার, ১৫ই মার্চ, ২০২২ঃ সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স ব্যাংক লিমিটেড ও ব্রাদার্স ফার্নিচারের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ব্যাংকের মতিঝিলস্থ প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত চুক্তিতে স্বাক্ষর করেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন এবং ব্রাদার্স ফার্নিচারের ডাইরেক্টর শরিফুজ্জামান সরকার। এসময়ে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোঃ আলতাফ হোসেন ভুঁইয়া, কার্ড ডিভিশনের প্রধান মোহাম্মদ শফিউল আজম, ব্রাদার্স ফার্নিচারের হেড অব মার্কেটিং এন্ড সেলস্্ মনিরুল ইসলাম বকশি, সিনিয়র এক্সিকিউটিভ, এডমিন মো. ইকবাল হোসেন, ব্যাংকের কার্ড ডিভিশনের ইনচার্জ মোঃ নুরুল আলম খান ও রিলেশনশিপ অফিসার শহিদুল আলম উপস্থিত ছিলেন। চুক্তির ফলে এসবিএসি ব্যাংকের ক্রেডিট ভিসা কার্ড গ্রাহকেরা শুন্য শতাংশ রেটে ও ১২টি সমান মাসিক কিস্তিতে ব্রাদার্স ফার্নিচারের দ্রব্যসামগ্রী কিনতে পারবেন।