Sat. Oct 18th, 2025
Advertisements

খোলাবাজার২৪, সোমবার, ২৮মার্চ, ২০২২ঃ  রূপালী ব্যাংক লিমিটেডের ট্রেজারীবি ভাগের সিবিএস লাইভ অপারেশনের উদ্বোধন করা হয়েছে।আজ সোমবার (২৮.০৩.২০২২) প্রধান কার্যালয়ের তৃতীয় তলায় ব্যাংকের চেয়ারম্যান কাজী ছানাউল হক এবং ম্যানেজিং ডিরেক্টর এন্ড সি ই ও মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ  সিবিএস লাইভ অপারেশনের উদ্বোধন করেন।
এ সময় ব্যাংকের ডিএমডি মোহাম্মদ জাহাঙ্গীর, মো.শওকত আলীখান ও খান ইকবাল হোসেন উপস্থিত ছিলেন। এছাড়াও জি এম মো. হারুনুরর শীদ, কাজী ওয়াহিদুল ইসলাম, ডি জিএ ম আবু ইউসুফ মো. জাকারিয়া ও মো.হুমায়ুন আহমেদসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্তকর্তারা উপস্থিত ছিলেন। এর মাধ্যমে ট্রেজারি বিভাগের সকল কার্যক্রম সিবিএস-এর মধ্যে সংযুক্ত হলো।