Wed. Aug 27th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements


খোলাবাজার২৪, বুধবার, ৩০মার্চ, ২০২২ঃ খেলাফত খসরু,পিরোজপুর জেলা প্রতিনিধিঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিল জাতীয় সংসদে পাস হওযায় পিরোজপুর শহরে বুধবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শম রেজাউল করিম এমপিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে জেলা আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এক বর্ণাঢ্য আনন্দ র‌্যালী বঙ্গবন্ধু ভাস্কর্য থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিলাস চত্বরে এক আনন্দ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী লীগের উপদেষ্টা এ্যাড. চন্ডীচরণ পালের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়াামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. এমএ হাকিম হাওলাদার,এ্যাড. আব্দুর রাজ্জাক খান বাদশা , আক্তারুজ্জামান ফুলু,কাজীা বেগম হাসি,গৌতম রায় চৌধুরী,সিকদার চাঁন,সাংবাদিক শফিউল হক মিঠু,কামরুজ্জামান খান শামীম, জিয়াউল আহসান,গোপাল বসু, এ্যাড. দিলীপ কুমার মাঝি, স্বেচ্ছাসেবক লীগ নেতা ইমরান আহমেদ,রাসেল শিকদার, ছাত্রলীগ নেতা মামুন মোর্শেদ শুভ্র প্রমুখ। সমাবেশ শেষে শহরের মিষ্টি বিতরণ করা হয় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী রেজাউল করিম ২০১৯ সালের গত জুলাই মাসে পিরোজপুরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জন্য প্রধানমন্ত্রীর কাছে লিখিত আবেদন করেন । এর ধারাবাহিকতায় ২৯ শে মার্চ ২০২২ জাতীয় সংসদে বিলটি উত্থাপিত হলে তা আইনে পরিণত হয়।