Sun. Oct 26th, 2025
Advertisements

খোলাবাজার২৪, শনিবার, ২১ মে, ২০২২ঃ প্রাইম ব্যাংক সম্প্রতি বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন ট্রাস্ট (বিডিডিটি) এর অংশীদারিত্বে প্রতিবন্ধী ব্যক্তিদের সক্ষমতা বৃদ্ধি, আয় বৃদ্ধি এবং পুনর্বাসনসহ বিভিন্ন কার্যক্রমে সহায়তা প্রদান করেছে। প্রাইম ব্যাংক ব্রেইল সিস্টেমে প্রশিক্ষণ কার্যক্রমের খরচ বহনে বিডিডিটি-কে একটি চেক প্রদান করে।

প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হাসান ও. রশীদ বিডিডিটির প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা ট্রাস্টি (সিইও) মোঃ মনিরুজ্জামান খানের নিকট একটি চেক হস্তান্তর করেন। হাসান ও. রশীদ ব্রেইল পদ্ধতিতে প্রকাশিত আল-কুরআনের একটি অনুলিপিও একজন দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তির হাতে তুলে দেন। এসময় ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট অ্যান্ড সাসটেইনেবল ফাইন্যান্স ইউনিটের প্রধান ও ইভিপি মোহাম্মদ ফিরোজ আলম উপস্থিত ছিলেন।

প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হাসান ও. রশীদ বলেন, “প্রাইম ব্যাংক, ব্রেইল সিস্টেমে প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে দৃষ্টি প্রতিবন্ধীদের উন্নায়নে বিডিডিটি -কে সহায়তা করতে পেরে গর্বিত। একটি অন্তর্ভুক্তিমূলক বিশ্ব গঠনে বিডিডিটি -এর এই প্রচেষ্টা প্রশংসনীয় এবং প্রাইম ব্যাংক সবসময় প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়তায় প্রতিশ্রুতিবদ্ধ।”

বিডিডিটি’ এর প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং ট্রাস্টি (সিইও) মনিরুজ্জামান খান বলেন: “প্রতিবন্ধী-বান্ধব বাংলাদেশ গঠনে প্রাইম ব্যাংকের সহায়তা প্রশংসনীয়। এটি আমাদের প্রত্যেকের জন্য আরও অন্তর্ভুক্তিমূলক বিশ্ব তৈরির লক্ষ্য অর্জনে সহায়তা করবে।”