Tue. Oct 28th, 2025
Advertisements

খোলাবাজার২৪, রবিবার, ০৫ জুন, ২০২২ঃ সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স (এসবিএসি) ব্যাংক লিমিটেডের উপশাখা রবিবার নারায়ণগঞ্জের টানবাজারে উদ্বোধন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসবিএসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোসলেহ উদ্দীন আহমেদ।

অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক নুরুল আজীম, প্রধান কার্যালয়ের বিভিন্ন ডিভিশনের প্রধানগণ, তত্ত্বাবধায়ক শাখার ব্যবস্থাপক মোহাম্মদ মাহাবুবুল আলম বিশ্বাস, স্থানীয় ব্যবসায়ীরাসহ সমাজের গণ্যমান্য ব্যক্তিরা।

এছাড়া সংশ্লিষ্ট উপশাখার প্রধান ইকবাল আশিক ধন্যবাদ জ্ঞাপন করেন। এ নিয়ে এসবিএসি ব্যাংকের শাখা ও উপশাখার সংখ্যা ১০৮টিতে উন্নীত হলো।