Fri. Sep 12th, 2025
Advertisements

খোলাবাজার২৪, বুধবার, ০৩ জুলাই, ২০২২ঃ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর নবনিযুক্ত পল্লী উন্নয়ন প্রকল্প (আরডিএস) ফিল্ড অফিসারদের ওরিয়েন্টশন ১ আগস্ট ২০২২ ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর অ্যান্ড সিইও মুহাম্মদ মুনিরুল মওলা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী। ইসলামী ব্যাংক ট্রেইনিং এন্ড রিসার্চ একাডেমি (আইবিটিআরএ)-এর প্রিন্সিপাল এস.এম. রবিউল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোঃ মোস্তাফিজুর রহমান সিদ্দিকী, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মাহবুব আলম ও কে.এম. মুনিরুল আলম আল-মামুন এবং এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এ.কে.এম. শহীদুল হক খন্দকার, এম যুবায়ের আজম হেলালী ও নাজমুস সাকিব মোঃ রেজাউর রহমান।