Fri. Oct 17th, 2025
Advertisements

খোলাবাজার২৪, শনিবার, ১৩ আগস্ট, ২০২২ঃ প্রবাসীদের অর্থ অতি সহজে এবং দ্রুততম সময়ে প্রেরণের জন্য সম্প্রতি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড ও শিফ্ট ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের মধ্যে রেমিট্যান্স ড্রয়িং এ্যারেঞ্জমেন্ট চুক্তি স্বাক্ষরিত হয়।

যুক্তরাজ্যের লন্ডনে অবস্থিত শিফ্ট ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড -এর প্রধান কার্যালয়ে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোঃ আলী ও শিফ্ট ফিন্যান্সিয়াল সার্ভিসেস লি: প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহান্নাদ ফৌজি মাহরাত নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

এখন থেকে প্রবাসীরা শিফ্ট ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড এর মাধ্যমে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের বিভিন্ন শাখা, উপশাখা ও এজেন্ট ব্যাংকিং আউটলেটে অতি সহজেই প্রিয়জনের কাছে রেমিট্যান্স পাঠাতে পারবেন যা নগদ উত্তোলন এবং ব্যাংক হিসাবে সরাসরি জমাদান উভয় ক্ষেত্রেই প্রযোজ্য।