Sat. Oct 18th, 2025
Advertisements

খোলাবাজার২৪, সোমবার, ১৫ আগস্ট, ২০২২ঃ দিনব্যাপী নানা কর্মসূচি পালনের মধ্য দিয়ে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদতবার্ষিকীতে জাতীয় শোক দিবস পালন করেছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড। ১৫ আগস্ট, সোমবার সকালে ব্যাংকের প্রধান কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিতকরণের মাধ্যমে কর্মসূচির শুরু হয়। ব্যাংকের পরিচালক আলহাজ্ব ইঞ্জিনিয়ার খন্দকার মেসবাহ উদ্দিন আহমেদ এবং ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরীর নেতৃত্বে ব্যাংকের প্রধান কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। কোরআন তেলাওয়াত ও দোয়ার মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও পঁচাত্তরের ১৫ আগস্ট নিহতদের আত্মার শান্তি কামনা করা হয়। এরপর গরিব ও দুস্থ মানুষের মাঝে খাদ্য বিতরণ করা হয়।
এছাড়া দিনের কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর হাজারীবাগে আল-আরাফাহ্ ইসলামিক ইন্ট্যারন্যাশনাল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও বৃক্ষরোপণ করেন। এই কর্মসূচির আওতায় ব্যাংকের শাখাগুলোর মাধ্যমে দেশব্যাপী ৫ হাজার গাছের চারা রোপণ করা হবে।
ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এস এম জাফর, শাব্বির আহমেদ, মোঃ শফিকুর রহমান, সৈয়দ মাসুদুল বারী, আবদুল্লাহ আল মামুনসহ ব্যাংকের শীর্ষ নির্বাহীবৃন্দ এবং বিপুল সংখ্যক কর্মকর্তা-কর্মচারী এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন।