Sat. Oct 18th, 2025
Advertisements


খোলাবাজার২৪, মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২ঃ ফৌজদারহাট ক্যাডেট কলেজের ১৮তম ব্যাচের কলেজে যোগদানের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে এই ব্যাচের ক্যাডেট বন্ধুত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করতে এবং মনের নীল আকাশে ডানা মেলা রঙিন ঘুড়িকে আরো রাঙ্গিয়ে দিতে গত ২৬, ২৭ এবং ২৮ আগস্ট ২০২২ তারিখে সস্ত্রীক মিলিত হয় পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে।
উল্লেখ্য স্বাধীনতার পূর্বে মনোনীত হয়ে এই ব্যাচ কলেজে যোগ দেয় ১৯৭২ সালের ৩০ আগষ্ট। ১৮তম ব্যাচই স্বাধীনতা উত্তর প্রথম ব্যাচ। শোকাবহ আগস্টে জাতির জনক বঙ্গবন্ধুকে স্মরণের মাধ্যমে এই অনুষ্ঠানের শুরু। মিলন মেলায় ছিল আড্ডা, স্মৃতি চারণ, খেলাধূলা, মেজবান, খুনসুটি, গলা খুলে গান গাওয়া কিংবা উত্তাল নৃত্য। যে সমস্ত শিক্ষক, সিনিয়র ভাই এবং অন্যান্য স্টাফ যারা ক্যাডেটদের আলোকিত জীবন গড়ার ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করেছেন ঘুরে ফিরে তারাই এসেছেন। এসেছে স্বাধীনতা উত্তর বিভিন্ন সামগ্রী আর খাবারের সীমাবদ্ধতা সত্ত্বেও কঠিনকে কিভাবে সহজ করে দিয়েছিলেন তাঁদের আন্তরিকতায়।
আলোচনায় স্মরণ করা হয় ব্যাচের সেই সাত জন বন্ধুকে যারা এই নশ্বর পৃথিবী থেকে বিদায় নিয়েছে। বারবার ফিরে এসেছে ফৌজদারহাট ক্যাডেট কলেজের সেই অসাধারণ ক্যাম্পাস যেখানে ক্যাডেটদের শৈশব আর কৈশর লুকায়িত, যেখানে আজীবনের বন্ধুত্ব তৈরি হয়, যেখানে জীবনে দিগন্ত ছোঁয়ার স্বপ্ন দেখানো হয়, যেখানে আত্মবিশ্বাসের বীজ বপন করা হয়। দূরত্ব কিংবা স্বাস্থ্যগত কারণে যে কজন বন্ধু উপস্থিত থাকতে পারেনি তারাও যুক্ত ছিল ভার্চুয়াল ফ্লাটফর্মের কল্যাণে। বন্ধুদের সংগে কাটানো দীর্ঘ পাঁচ বছরের বর্ণিল স্মৃতিগুলি নতুন করে আরো রঙ্গিন হয়ে গেল। সবাই ফিরে গেল এই আশা নিয়ে আবারো দেখা হবে কোথাও না কোথাও প্রাণের উচ্ছ্বাসে, বন্ধুত্বের তাগিদে।