Fri. Oct 17th, 2025
Advertisements

খোলাবাজার২৪, বৃহস্পতিবার, ২০ অক্টোবর২০২২সারাদেশে ধরপাকড়, মিথ্যা মামলা, গ্রেফতার, জামিন বাতিল করে নেতাকর্মীদের কারাগারে প্রেরণ, পুলিশী হামলা ও আওয়ামী সন্ত্রাসীদের নির্যাতনের প্রতিবাদে পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক আলমগীর হোসেনের নেতৃত্বে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। পিরোজপুর জেলা বিএনপি কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে সোনালী ব্যাংকের সামনে আসলে পুলিশ বাঁধার মুখে পরে। পরবর্তীতে ওখানে পদসভা অনুষ্ঠিত হয়। পদসভায় জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, যুগ্ম আহবায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সালাম বাতেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারন সম্পাদক শেখ মুরাদ, জেলা যুবদলের যুগ্ম সাধারন সম্পাদক রিয়াজ সরদার, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন কুমার, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাসুদ রানা সহ নেতৃবৃন্দ।

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, বিশ্বের বড় বড় স্বৈরাচারদের পতন হয়েছে, শেখ হাসিনারও পতন হবে।স্বৈরাচাররা আজীবন ক্ষমতায় থাকতে পারেনা। তিনবারের প্রধানমন্ত্রী দলীয় প্রধান বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি করে বলেন আপনারা চূড়ান্ত আন্দোলনের জন্য প্রস্তুতি নিন। জনগণকে সাথে নিয়ে রাজপথে ঝাঁপিয়ে পড়তে হবে। আগামী ৫ই নভেম্বর বরিশাল বিভাগীয় সমাবেশ যে কোন মূল্যে সফল করা হবে।