Fri. Oct 17th, 2025
Advertisements

খোলাবাজার২৪, বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের উদ্যোগে “ভূমি মন্ত্রণালয়ের ডাটাবেজে বন্ধকী তথ্যের অন্তর্ভুক্তি” বিষয়ক এক প্রশিক্ষণ কর্মসূচি ১৬ নভেম্বর ২০২২, বুধবার ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়। ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী প্রধান অতিথি এবং ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোঃ আলতাফ হুসাইন বিশেষ অতিথি হিসেবে কর্মশালায় বক্তব্য দেন। সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জি. এম. মোহাঃ গিয়াস উদ্দিন কাদেরের সভাপতিত্বে আরো বক্তব্য দেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আহমেদ জোবায়েরুল হক ও মোঃ ফরিদ উদ্দিন এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এসএম তানভীর হাসান। ব্যাংকের ১১টি শাখার বিনিয়োগ বিভাগের মনোনীত কর্মকর্তাগণ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।