Thu. Oct 16th, 2025
Advertisements

খোলাবাজার২৪,শনিবার, ১৮ফেব্রুয়ারি ২০২৩ইং: চট্টগ্রামের জামাল খান রোডে এক্সিম ব্যাংকের ১৪৮তম শাখার উদ্বোধন করা হয়েছে। আজ জামাল খান রোড শাখায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ ফিরোজ হোসেন এবং সভাপতিত্ব করেন ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক প্রধান ও ব্যাংকের অতিরিক্ত উপব্যবস্থাপনা পরিচালক ড. এস এম আবু জাকের ।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাঃ জসিম উদ্দিন ভূঞা, অতিরিক্ত উপব্যবস্থাপনা পরিচালক শেখ মঈন উদ্দিন এবং রিয়েল স্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিযেশন অফ বাংলাদেশ (রিহ্যাব) এর চট্টগ্রাম চ্যাপ্টারের সভাপতি আব্দুল কায়ূম চেীধুরী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এক্সিম ব্যাংকের কর্পোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড ব্র্যান্ডিং ডিভিশন ও মার্কেটিং ডিভিশনের প্রধান সঞ্জীব চ্যাটার্জীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ ফিরোজ হোসেন ব্যাংকের বিভিন্ন সেবা ও সামাজিক দায়বদ্ধতামূলক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি আরও বলেন এক্সিম ব্যাংক আপনাদেরই ব্যাংক, আপনারা এই ব্যাংকের উপর আস্থা রাখুন, আপনাদের সহযোগিতায় এই ব্যাংক সামনে এগিয়ে যাবে।